জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার (২০ জুলাই) বেলা ১১টায় লামা মাছ বাজারে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে লামা উপজেলা প্রশাসন।এসময় লামা মাছ বাজারের একটি আড়তের গোপন কক্ষে কয়েকটি ফ্রিজে সংরক্ষিত প্রায় ৩শত কেজির অধিক ফরমালিন ও গ্যাস যুক্ত মাছ জব্দ করে ধ্বংস করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি।এসময় আরো উপস্থিত ছিলেন,লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক,থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাকী, মো.জয়নাল আবেদীন,কাউন্সিলর মো.সাইফুদ্দিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া সহ প্রমূখ।উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন,শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে লামা মাছ বাজারে উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ফরমালিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় আমরা গোপন সংবাদ পেয়ে পাশের একটি গুদামে হানা দেই।সেখানে ৩টি ফ্রিজে ও কয়েকটি ককসিটের কার্টুনে ভর্তি প্রায় ৩ শতাধিক ফরমালিন যুক্ত গ্যাসের মাছ জব্দ করি।যার অধিকাংশ মাছ ১২ থেকে ১৫ মাসের অধিক পুরাতন।এইসব মাছ মানুষ খেলে মানবদেহে ক্যান্সার সহ জটিল অনেক রোগে আক্রান্ত হতে পারে।পরে থানা পুলিশ ও লামা পৌরসভার সহায়তায় মাছ গুলো একটি নির্দিষ্ট জায়গা গর্ত করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। ফরমালিন বিরোধী এই অভিযান চলমান থাকবে।
লামা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন বলেন,সবসময় লামা বাজারে কিছু ব্যবসায়ী ফরমালিন যুক্ত মাছ বিক্রি করে আসছে। পৌরসভা থেকে তাদের অসংখ্যবার সতর্ক করলেও তারা সংশোধিত হয়নি।নাম প্রকাশ না করা সত্ত্বে কিছু স্থানীয় লোকজন বলেন,লামা বাজারে নিয়মিতভাবে ফরমালিন ও গ্যাসের মাছ বিক্রি হচ্ছে।অভিযান চালালে কয়েকদিন ঠিক থাকে,তারপর আবারো তারা ফরমালিন যুক্ত মাছ বিক্রি করে।অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় না আনলে এই অভিযানের দীর্ঘমেয়াদী কোন ফল পাওয়া যাবেনা।আজকের এই বিশাল অভিযানে জব্দ ফরমালিন যুক্ত মাছের সাথে জড়িতদের আইনের আওতায় আনার প্রয়োজন ছিল।একজনকে আটক করে আবার ছেড়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক।অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি বলেন,এখন থেকে নিয়মিত অভিযান চলবে।আজকে প্রায় লক্ষাধিক টাকার মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।আশা করি আজকের বিষয়টি মাথায় রেখে স্থানীয় ব্যবসায়ীরা লামা বাজারে ভবিষ্যতে ফরমালিন যুক্ত কোনও মাছ বিক্রি করবেনা।অভিযানে সহায়তা করার জন্য তিনি লামা পৌরসভা,লামা থানা,উপজেলা মৎস্য অফিস ও স্থানীয়দের ধন্যবাদ জানাচ্ছি।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.