

মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ-জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপনের লক্ষে প্রেস ব্রিফিং করেছে লামা উপজেলা মৎস্য অফিস।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লামা উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সপ্তাহ ব্যাপী কর্মসূচী নিয়ে সাংবাদিকদের দেয়া লিখিত বক্তব্যের মাধ্যমে অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ পারভেজ।এসময় উপস্থিত ছিলেন,লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শি বড়–য়া,লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন,গাজী টিভি প্রতিনিধি মো.ফরিদ উদ্দিন,মানবজমিন প্রতিনিধি মো.তৈয়ব আলী,প্রথম আলো প্রতিনিধি এস.কে খগেশ প্রতিচন্দ্র খোকন,ভোরের পাতা প্রতিনিধি নুরুল করিম আরমান, বিজয় টিভি প্রতিনিধি মো.সেলিম,দৈনিক ডেসটিনি স্টাফ রিপোটার আবুল কাসেম,দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি মো.রফিক সরকার,সু-প্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম.বশিরুল আলম,ডেসটিনি প্রতিনিধি বেলাল আহমদ সহ প্রমুখ।মৎস্য অফিস সূত্রে জানা গেছে,১৮ জুলাই মঙ্গলবার প্রেস ব্রিফিং ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা,১৯ জুলাই বর্ণাঢ্য সড়ক র্যালী,মাছের পোনা অবমুক্তকরণ,উদ্বোধনী অনুষ্ঠান,আলোচলা সভা,২০ জুলাই মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন,২১ জুলাই মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা,২২ জুলাই লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে মৎস্য চাষ বিষয়ক আলোচনা,কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ,২৩ জুলাই লামা ও গজালিয়া বাজারে মৎস্য চাষ বিষযক উদ্বুদ্ধকরণ ও পরামর্শ সেবা প্রদান,২৪ জুলাই সোমবার মৎস্য সপ্তাহ ২০১৭ মূল্যায়ন,পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।