

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামা উপজেলায় ভগ্নিপতি মংহ্লাথোয়াই মার্মার (৩০) হাতে সাচিমং মার্মা (৩০) নামে এক যুবক খুন হয়েছে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাদু বাগান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাচিমং মার্মা ফাদু বাগান পাড়ার বাসিন্দা মৃত নিউহ্লামং মার্মার এবং অভিযুক্ত মংহ্লাথোয়াই একই পাড়ার বাসিন্দা ক্যচাচিং মার্মার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,দীর্ঘদিন ধরে শ্যালক ও ভগ্নিপতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার মংহ্লাথোয়াই মার্মাসহ চার/পাঁচজন সংঘবদ্ধ হয়ে সাচিমং মার্মাকে বাড়ির আঙ্গিনায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনার সাথে জড়িত সন্দেহে ফাদু বাগান পাড়ার বাসিন্দা উচামু মার্মার ছেলে চুথোয়াই উ মার্মাকে (২৪) আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো.আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।