লামায় ভিজিডি’র আটককৃত ১৮৪ বস্তা চাল নিয়ে ধুম্রজাল


প্রকাশের সময় :১০ আগস্ট, ২০১৭ ৯:৪১ : অপরাহ্ণ 692 Views

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ-বান্দরবানের লামা বাজারের নিউ রনি স্টোরে সরকারের ভিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচীর বøক সম্বলিত ১৮৪ বস্তা চাল আটককে কেন্দ্র করে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। রনি স্টোর হতে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাল গুলো জব্দ করার পর হতে চালের বৈধতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।রনি স্টোরের মালিক রনি কর্মকার ও ডিও ব্যবসায়ী ডিলার মো.রহিম একটি বাহিনীর পরিবারের সদস্যদের রেশন সামগ্রী ক্রয়ের ডিও লেটার উপস্থাপন করেছেন।লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ও সহকারী কমিশনার ভূমি সায়েদ ইকবাল বৃহস্পতিবার রনি স্টোরে সরজমিনে পরিদর্শন করে জব্দকৃত চাল গুলো রেশনের চাল বিবেচনায় ভিজিডি বøক সম্বলিত চাল গুলোর উপর হতে আরোপিত সিলগালা তুলে নেন।উপজেলা নির্বাহী অফিসার ডিও ব্যবসায়ী এবং রনি স্টোরের মালিক থেকে পৃথক মুচলেখা নেন।এদিকে বৃহস্পতিবার আলীকদমের চার ইউপি চেয়ারম্যান আলীকদম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবী করেছেন,লামায় রনি স্টোরের জব্দকৃত চাল গুলো আলীকদমের ভিজিডি কর্মসূচীর নয়।সরকারের একটি গোয়েন্দা সূত্রের তথ্য মতে আলীকদম খাদ্য গুদাম হতে সরবরাহকৃত রেশনের চালের প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি।সরকারী সামাজিক নিরাপত্তার বেষ্টনি যথা ভিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচীর বøক সম্বলিত চালের বস্তা রেশনের চাল হিসাবে সাধারণত সরবরাহ করা হয়না।যদি কোন ডিলার বা চাল ব্যবসায়ী সামাজিক নিরাপত্তা বেষ্টনির সরকারী বøক সম্বলিত চালের বস্তাকে রেশনের চাল বলে দাবী করেন তবে তা সংশ্লিষ্ট বাহিনীকে বিব্রত করার অপচেষ্টা।রনি স্টোরে জব্দকৃত চালের বস্তার প্রতিটির ওজন ৩০ কেজি।বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানিয়েছেন,১৫/১৬টি ভিজিডি’র বøক সম্বলিত বস্তায় রেশনের চাল সরবরাহ করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,১৮৪ বস্তার প্রতিটি তেই ভিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচীর বøক লাগানো ছিল।
স্থানীয় সচেতন মহল মনে করেন,ভিজিডি’র কর্মসূচীর চাল বিতরণের বিষয়টি আরো অধিকতর তদারকির প্রয়োজন রযেছে।খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীগণ লামা ও আলীকদমে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে কোন ক্রমেই দায় এড়াতে পারেনা। আলীকদম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা জানিয়েছেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিজিডি কর্মসূচীর বøক লাগানো চালের বস্তা রেশনের চাল হিসাবে সরবরাহ করে আলীকদম খাদ্য গুদামের কর্মকর্তা কর্মচারীরা সতর্কতার পরিচয় দেয়নি।যার কারণে এলাকায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এখান থেকে আমাদের একটি শিক্ষা হল।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!