

উথোয়াই মার্মা জয়:-সাম্প্রতিক বন্যায় বিপন্ন মানুষের দূর্দশা দেখে মানবতার টানে ছুটে এলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রবিন বাহাদুর।আজ ৬ জুলাই বৃহষ্পতিবার সকাল ১১টায় লামা সী হিল আবাসিক হোটেলের সামনে বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৩ কেজি চাউল ও ১কেজি ডাল ত্রাণ বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন,লামা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, পৌর মেয়র জহিরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও ফাতেমা পারুল,জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ,সহ-সভাপতি আশিষ বড়ুয়া,ছাত্রলীগ সহসভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক জনি সুশীল,যুগ্ন সাধারণ সম্পাদক আশীষ তঞ্চ্যগ্যা,আপ্যায়ন সম্পাদক নুটিং শৈ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংক্যহ্লা মারমা,পৌর ছাত্রলীগ সভাপতি মোঃশাহীন,সাধারণ সম্পাদক মাংচাইন মারমাসহ আরো অনেকে।ত্রাণ বিতরণকালীন সময়ে রবিন বাহাদুর বলেন,নির্বিচারে বন ধংস ও পাহাড় কেঁটে আমরা নিজেরাই আমাদের কবর রচনা করছি।এর জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপন্ন হচ্ছে। আমাদের ভালোবাসতে হবে এ প্রকৃতিকে।ভালোবাসতে হবে আমাদের এ পরিবশেকে।এক মাত্র জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমরা আমাদের জান-মালের ক্ষয়-ক্ষতি কমিয়ে আনতে পারি।এজন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উল্লেখ্য বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ বন্যায় বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে যায়।একারণে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি মহোদয়ের পক্ষে ত্রাণ বিতরণ করা হয় যার সার্বিক সহযোগিতা করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।