

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- সারাদেশের মতো শুক্রবার বান্দরবানে লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাঙালি জাতির অবিসংবাদিত নেতা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।জাতির জনকের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস’কে ঘিরে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে এক শোভা যাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লামা টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।“বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” এ প্রতিবাদ্যকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র্যালীতে অংশগ্রহন করে।পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌরসভা মেয়র জহিরুল ইসলাম,থানা ইনর্চাজ আনোয়ার হোসেন,সমাজ সেবা কর্মকর্তা শাহী নেওয়াজ,মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মারমা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার,লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রীতি তঞ্চঙ্গ্যা,লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ উদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ দাশসহ প্রমূখ। আলোচনার সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গতকাল ১৬ মার্চ বৃহষ্পতিবার বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে রচনা,কবিতা ও আবৃত্তি প্রতিযোগী বিজয়েদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।