লামায় পাহাড় ধসে ১ নারীর মৃত্যু, আহত ২


লামা সংবাদদাতা প্রকাশের সময় :১৪ জুলাই, ২০১৯ ৯:০৫ : অপরাহ্ণ 667 Views

অবিরাম বর্ষণে বান্দরবানের লামায় পাহাড় ধসে নূর জাহান (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় নিহতের পুত্র এবং পুত্রবধূ আরও ২ জন আহত হয়েছে।আজ রোববার (১৪ জুলাই) দুপুরে দেড়টায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায়, প্রবল বর্ষণে জেলার লামা উপজেলার মধুঝিড়ি এলাকায় বসতবাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসময় পাহাড় ধসে নূর জাহান (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে।সে স্থানীয় বাসিন্দার নূর হোসেনের স্ত্রী।এ ঘটনায় নিহতের পুত্র মোহাম্মদ ইরান এবং পুত্রবধূ ফাতেমা বেগম নামে আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।আহতদের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেলা রাজু নাহা জানান,ঝুকিপূর্ন বসতি থেকে পাহাড় ধসে হতা-হতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়ে ছিল,কিন্তু রোববার সকালে তারা আশ্রয় কেন্দ্র ছেড়ে পালিয়ে বসত বাড়িতে ফিরে গেলে পাহাড় ধসে একজনের প্রাণহানীর ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতিমা পারুল।তিনি নিহত নূর জাহানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এসময় আহতদের সুচিৎসার জন্য বান্দরবান জেলা পরিষদ এর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করেন জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!