এবারে বান্দরবানের লামা উপজেলার জয়িতা সংবর্ধনা পেলেন স্কুল শিক্ষিকা জাহানারা বেগম ও গৃহবধূ শাহিনা আক্তার।সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তারকে সফল জননী, চাকুরী ও শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নুনারবিল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা বেগমকে জয়িতার ক্রেষ্ট তুলে দেন।
এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যািল বের করা হয়