

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান লামায় চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড প্রশিক্ষণরত শিক্ষকদের পরিদর্শনে আসেন কক্সবাজার পিটিআই সুপারিনটেনডেন্ট ও বান্দরবান পিটিআই ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কামরুন নাহার।বুধবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পিটিআই সুপারিনটেনডেন্ট লামার দুইটি বিদ্যালয়ে ডিপিএড প্রশিক্ষণরতদের ডিপিএড কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, বিসিআইসি প্রাক্তন জেনারেল ম্যানেজার মাহাবুব হোসেন, সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন ও কক্সবাজার পিটিআই অফিস সহকারী তোবারক হোসেনসহ প্রমূখ।পরিদর্শনে সময় সুপারিনটেনডেন্ট কামরুন নাহার ডিপিএড প্রশিক্ষণরত শিক্ষকদের ডিপিএড কার্যক্রম কতটুকু অগ্রগতি হয়েছে তা যাচাই-বাছাই করেন এবং বিদ্যালয়ের সকল শ্রেণী কক্ষ ঘুরে দেখেন। তিনি এ সময় বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।সকল শিক্ষককে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে হবে।তবেই আমাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ হতে পারবে। এছাড়াও তিনি দুপুর ১টায় লামা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।