সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-লামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।২০ ও ২১ এপ্রিল ২দিন ব্যাপী বিতরণ কার্যক্রম চলে।খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফসী আউস ও নেরিকা আউস আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রমোদনা কর্মসূচীর আওতায় এই বিতরণ করা হয়।২০ এপ্রিল বৃহস্পতিবার বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম.পি।লামা উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।বিতরণ অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শত কৃষক,কৃষি কর্মকর্তা ও স্থানীয় জন-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অফিস সূত্রে জানা যায়,খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে লামা উপজেলার ২৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া,১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ সহায়তা বাবদ ৪শত টাকা দেয়া হয়।৫০ জন নেরিকা আউশ চাষীকে ১০ কেজি করে নেরিকা আউশ ধানের বীজ,২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ এবং আগাছা দমন বাবদ ৮শত টাকা দেয়া হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.