

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের” আওতায় লামায় কৃষক মাঠ স্কুলের ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।নির্বাহী অফিসার খিন ওয়ান নু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার সহ প্রমূখ।অনুষ্ঠান শুরুর আগে অতিথি বৃন্দ নুনারবিল ও শিলেরতুয়া মাঠে ৫০জন কৃষক/কৃষাণীর সমন্বয়ে স্থাপিত আইপিএম, জরিফ ও আয়েসা,উপকারী ও ক্ষতিকারক পোকামাকড় প্রদর্শন, উপকারী পোকামাকড় সংরণ ও বৃদ্ধি,বালাইনাশকের যুক্তিসংগত ব্যবহার ও আইপিএম কাব বুথ পরিদর্শন করেন।