

কভিড-১৯ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে ইমারজেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন। নিজস্ব তহবিল থেকে বান্দরবান লামায় গজালিয়া ইউনিয়নে দুর্গম পাহাড়ে ৯নং ওয়ার্ডে পশ্চাৎপদ জনগোষ্ঠীর অসহায় ও দুস্থ ¤্রাে, চাকমা ও মারমা সম্প্রদায়ের ৭০ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছে ইমারজেন্সি ফার্স্ট এইড ফাউন্ডেশন।
শুক্রবার সকাল ১১ টায় পাওমুম থারকালা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারি শিক্ষক উথোয়াই মারমা নেতৃত্বে ১০টি পাড়ায় ( থংওয়ই পাড়া, কালাবর পাড়া, ময়ূর পাড়া, চংকক পাড়া, পুরাতন আলট পাড়া, রেংওয়ই পাড়া, আলট পাড়া, বোচা পাড়া, হ্লাপজাই পাড়া, অংছাচিং পাড়া) ৭০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে সাড়ে ৬ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১টি সাবান দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে সহধর্মীণী ক্রাচিংপ্রু মারমা, ৯ নং ওয়ার্ডে মেম্বার নিপিউ ¤্রাে, কালা বড় ¤্রাে পাড়া কারবারি চংকট ¤্রাে, সাদ্দাম হোসেন রাকিব, সহকারি শিক্ষক বাছিং মারমা, উসাইমং মারমা, উকাইসাং মারমা, মংয়ইসাই মারমা, সিংহ্লাথোয়াই মারমা, উহ্লাসাই মারমা, হ্লাশৈমং মরমা, এখ্যাইমং মারমা, চাইথোয়াই মারমা, মংথোয়াইয়ই মারমাসহ প্রমূখ।