

লামা প্রতিনিধিঃ-বান্দরবান লামায় গজালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেম্বার রবি উল্লাহ এর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবীতে বিক্ষোপ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছে গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন।বুধবার গজালিয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী,স্থানীয় নারী-পুরুষ উপজেলা চত্বরে সামনে একত্রিত হয়ে ফেস্টুন-ব্যানারসহ একটি বিক্ষোপ মিছিল বের করে।মিছিলটি লামা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর লামা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে মিলিত হয়।সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ৯মে মঙ্গলবার দুপুরে গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার রবিউল্লাহ লামা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে লামা বাজারের শুক্কুর স্টোরে লেনদেন মেটাতে যান।এ সময় পূর্ব কল্পিত উৎপেতে থাকা সঞ্জিত দাস,আলমগীর ও কুদ্দুস তার ওপর হামলা করে দু’লাখ চৌদ্দ হাজার টাকা ছিনিয়ে নেয়। আওয়ামীলীগে নেতা রবিউল্লাহ সন্ত্রাসীদের লাথি ও কিলঘুসিতে মারাত্বক আহত হয়।বর্তমানে তিনি লামা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় লামা থানায় অভিযোগ হয়েছে এবং হামলাকারী ১জন দোকানদার কুদ্দুসকে পুলিশ আটক করেছে কিন্তু বাকী হামলাকারীরা আজো খোলা আকাশে নিচে ঘুরে বেড়াচ্ছে বলে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের ওপর জোর দাবী জানিয়ে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,রুহুল আমিন,আহতের ভাই শফিউল ইসলাম ও বাবুল হোসেন।