মোঃসেলিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের মার্মা পাড়াতে ৩০ শে এপ্রিল রবিবার সকাল ৮ টায় মাদক বিরোধী অভিযান করে RAB-7।অভিযান চালিয়ে উপজেলার আজিজনগর মার্মা পাড়া থেকে এসব মদ ও মদ তৈরির উপকরণ আটক করা হয়।এ সময় সুইচিমং মার্মা (২৬) ও মংচাতুই মার্মা(২৮)কে আটক করা হয়।আটক দু’ব্যাক্তি মার্মা পাড়ার বাসিন্দা উনামং মার্মা ও থোয়া্ইচাহ্লার ছেলে।সূত্র জানায়,লামা উপজেলার আজিজনগর বাজার সংলগ্ন মার্মা পাড়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাই মদ মওজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা আজ সোমবার সকাল থেকে ওই পাড়ায় অভিযান চালায়।র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিন এবং লামা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবালের নেতৃত্বে র্যাব-৭ এর সদস্যদের অভিযান চলাকালে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত এরকম অনেকে পালিয়ে যায়।র্যাব সদস্যরা পাড়ার বিভিন্ন ঘর থেকে বাণিজ্যিকভাবে তৈরিকৃত ১ লক্ষ লিটার মদ তৈরির উপকরণ এবং ৫শ’ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন।এসময় দু’ব্যাক্তিকে আটক করা হয়।আটককৃতরা হলেন-একই পাড়ার সুইচিং মার্মা (৪০) এবং মংচাথুই মার্মা (২৮)।সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত দু’ব্যাক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সমুহ ধ্বংস করা হয়।উল্লেখ্য,ইতিপূর্বে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা একাধিকবার অভিযান চালিয়ে লক্ষ, লক্ষ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেও কোনওভাবেই ঠেকানো যাচ্ছেনা আজিজনগরের চোলাই মদ ব্যবসায়ীদের।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.