সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামা উপজেলায় ফিটনেসবিহীন ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ২০টি পরিবহনের চালককে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খিনওয়ান নু’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে।এতে গত কয়েক বছরে শতাধিকেরও বেশি মানুষ পঙ্গুত্বসহ নিহত হয়েছে।সর্বশেষ ঈদের দিন সকালে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে একটি জীপগাড়ি দুর্ঘটনার শিকার হয়।এতে চারজন নিহত ও ৪৬ জন যাত্রী আহত হয়।অভিযানের সত্ব্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু বলেন,অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.