

মোঃসেলিম উদ্দিন,স্টাফ রিপোটারঃ-বান্দরবান জেলার লামা উপজেলাধীর আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া খালে চাম্বি মফিজ বাজারের ব্রিজের নিচে অজ্ঞাত এক নবজাতক শিশুর পরিত্যাক্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার দুপুর ২ টায় চাম্বি মফিজ বাজারের ব্রিজের নিচে নবজাতক শিশুটির পরিত্যাক্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
পরে এলাকাবাসী ওই নবজাতক শিশুর লাশটি উদ্ধার করে সমাধির ব্যবস্থা করে। স্থানীয়দের ধারণা, কে বা কারা অবৈধ গর্ভ ধারনের ফলে ওই নবজাতক শিশুর লাশ ফেলে যেতে পারে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থির সৃষ্টি হয়েছে।