

মোঃরফিকুল ইসলাম (লামা) বান্দরবানঃ-লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজীর রাস্তা নামক স্থানে লাকড়ি বোঝাই চান্দের গাড়ি পাহাড়ে নিচে পড়ে ১ জন নিহত হয়েছে।সোমবার বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।
জানা গেছে,রাবার বাগান থেকে শুকনো লাকড়ী বোঝাই করে চান্দের গাড়িটি অাসছিল।পথে হাজী রাস্তা নামক স্থানে আসতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।ঘটনা স্থলে গাড়ির ড্রাইভার মোঃ হারুন (২৬) গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আজিজনগর জেনারেল হাসপাতালে ভর্তি করে।সেখানে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করলে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান, গাড়ির মালিক ও তার বাবা হাজী মোসলিম উদ্দিন কালা মিয়া।৪নং আজিজনগর ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন কোং ও আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ স্বপন সাহা সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।