বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব।লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সার্বজনীন শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসব পরিচালনা কমিটির সভাপতি গোপন কান্তি চৌধুরী বলেন,লোকনাথ পঞ্জিকা অনুযায়ী,আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী,১০ অক্টোবর মহাসপ্তমী,১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।
লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সার্বজনীন শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিধান কান্তি দাশ জানান,এবছরে দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে।এছাড়াও দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। বুধবার সকাল ৬টা ১০ মিনিটে সায়াংকালে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা বিকেল ৫ টার পরে আরম্ভ হবে।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামন্ডপের রক্ষায় পুলিশ, আনসার,বিজিবি,র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। মন্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ,আরতি প্রতিযোগিতা ও বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।দুর্গোৎসব উপলক্ষে সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।