

উথোয়াই মার্মা জয়:-গত কয়েক দিনের অতিবর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।দুই পাশের মানুষ ভ্যানগাড়ি,রিকশায় ও নৌকায় করে চলাচল করছে।ভয়াবহ বন্যার আশংকায় ব্যবসায়ীরা তাদের মালামাল নিরাপদ স্থানে সরে নিচ্ছে।
এদিকে লামা আলীকদম সড়কের ছাগল খাইয়া, লাইনঝিরি,শিলেরতুয়া,দরদরী,ক্যায়ারঝিরি,রেপাড় পাড়াসহ কয়েকটি পয়েন্ট দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।পৌর শহরে নয়া পাড়া, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন,পশু চিকিৎসালয়, কৃষি অফিস,পুলিশ কোয়াটারসহ পরিষদের আবাসিক এলাকা,লামা বাজারের একাংশ,ক্যায়াংপাড়া,নুনারবিল, লাইনঝিরি,ছাগলখাইয়া,কলিঙ্গাবিল,হাসপাতাল পাড়া ও চেয়ারম্যান পাড়া।এছাড়া পৌর এলাকার হলিচাইল্ড পাবলিক স্কুল ও পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়েছে। অপরদিকে,গজালিয়া,রুপসী পাড়া ও ফাসিয়াখালী ইউনিয়নের নিম্নাঞ্চল গ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জনপ্রতিনিধিরা জানান।অন্যদিকে বন্যায় প্লাবিত এলাকার লোকজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ আশ্রয় কেন্দ্রে অস্থান করেছে।কয়েকদিনের ভারীবর্ষনে পাহাড়ী ঢলের পানি আরো বৃদ্ধি পাওয়ায় পাহাড়ের পাদদেশে ঝুকি পূর্ন বসবাসকারীদেরকে নিরাপদে আশ্রয় নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে।