

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান জেলায় সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী লামা উপজেলার সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা থুইনুমং মার্মা।ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে একজন সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেন তিনি। আর সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে পদার্পণ করেন। মাত্র ৩৫ বছর বয়সেই আসন্ন একাদশ সংসদ নির্বাচনে লড়াই করতে মাঠে নেমেছেন এই তরুণ নেতা।ইতোমধ্যে তিনি প্রচার-প্রচারণা,পথসভা,ব্যানার-ফেস্টুন লাগানো শুরু করেছেন।অল্প বয়সে মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করে চমক সৃষ্টি করা সাবেক এই ছাত্রলীগ নেতা বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।এবিষয়ে থুইনুমং মার্মা বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশসহ ভিশন ২০৪১ বাস্তবায়নে নিজে বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করার জন্য এবার মনোনয়ন চাইছি।ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলকে ভালবেসে সব সময় নেতা-কর্মীদের পাশেই ছিলাম। বরাবরের মত জনগণের পাশে থাকতে চাই।আমার বিশ্বাস দেশরত্ন শেখ হাসিনা সৎ,শিক্ষিত,তরুণ ও ত্যাগীদের মূল্যায়ন করবেন।তবে আমি মনোনয়ন না পেলেও দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে,তার পক্ষেই কাজ করব।বান্দরবান-৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা শুরু করে আলোচনায় এসেছেন তরুণ মুখ থুইনুমং মার্মা।খোঁজ নিয়ে জানা গেছে,থুইনুমং মার্মার ব্যাপারে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।ঐতিহ্যবাহী বান্দরবান পার্বত্য জেলার লামা,আলিকদম ও নাইক্ষংছড়ি উপজেলার বেশিরভাগ তরুণরা তার পাশে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও থুইনুমং মার্মাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে।আলোচনায় তার বয়স এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ নিয়েই বেশি কথা হচ্ছে।পাশাপাশি বর্তমান সময়ে তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রের কথাও ব্যাপকভভাবে আলোচনার ঝড় তুলেছে।এ প্রসঙ্গে থুইনুমং মার্মা বলেন,আমাদের দেশেই জুনাইদ আহমেদ পলক তারুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত।এমনকি জাতির পিতা শেখ মুজিব যুক্তফ্রন্ট সরকারের সর্ব কনিষ্ঠ মন্ত্রী ছিলেন। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় দেখিয়ে দিয়েছেন,বয়স কোনো ব্যাপার না। উনারা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে।তিনি আরও বলেন,জনগণের দোয়া ও শেখ হাসিনার সমর্থনে যদি আশানুরুপ সাড়া পাই কথা দিচ্ছি,জনগণকে আমাকে খুঁজতে হবে না।আমিই জনগণের বাড়ি বাড়ি পৌঁছে যাবো। ঐতিহ্যবাহী বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে নিরলস চেষ্টা করে যাবো।উল্লেখ্য, এর আগে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসন থেকে মাত্র ২৬ বছর বয়সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন জাহিদ আহসান রাসেল