

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“বর্জ্য পানি কমিয়ে আনি,অপচয় রোধ করি”-এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের মতো বুধবার বান্দরবানে লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পানি দিবস।পানি দিবস’কে ঘিরে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি সংস্থা স্যালিংস কারিতাসের সহযোগিতায় সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে এক শোভা যাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লামা উপজেলা সভা কক্ষ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র্যালীতে অংশগ্রহন করে।পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু সভাপত্বিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।এ সময় অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল,উপজেলা সমন্বয়কারী (কারিতাস) ইয়াহিয়া আহমেদ,বি আর আর অফিসার এস এম জাহাঙ্গীর হোসেন,লামা পৌরসভা মহিলা কমিশনার জোসনা আরা বেগম ও সাংবাদিকবৃন্দসহ প্রমূখ।বক্তারা এ সময়,পানির সুষ্ঠ ব্যবহার ও পানির অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানায়।আলোচনার সভা শেষে গতকাল ২১ মার্চ মঙ্গলবার “পানি দিবসের তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগী বিজয়েদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।