

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের দূর্গম মুরুং ঝিরি এলাকায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে জোৎস্না বেগম (২৯) নামে এক গৃহিণীকে কুপিয়ে আহত করেছে পাহাড়ি যুবক।ধর্ষক ছাইচি মং মার্মা (৪০) একই এলাকার বাসিন্দা পাইছু মার্মার ছেলে।ভিকটিমের বাবা ইউসূফ আলী জানায়,ছাইচি মং মার্মা বিভিন্ন সময় আমার মেয়েকে উক্ত্যক্ত করত।গতকাল রাত ১২ টার সময় আমার মেয়ের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষনের চেষ্টা করে।ধর্ষনে বাধাঁ দিলে সে আমার মেয়েকে কুপিয়ে জখম করে।গুরুতর আহত অবস্থায় বর্তমানে জোৎস্নাকে লামা ভর্তি করা হয়।লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃশফিকুর রহমান মজুদার বলেন,ভিকটিমের অবস্থা আশংকাজনক।তার প্রচুর রক্ত খনন হয়েছে।লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামী ছাইচি মং কে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।