নানা কর্মসূচিতে বান্দরবানের লামায় পরিবার পরিকল্পনার অফিসের তিনদিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প সম্পন্ন হয়েছে।
স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি,ইনজেকটেবলস, খাবারবডি,কনডম এর ব্যবহার বিশেষ ক্যাম্প (২০-২২ সেপ্টেম্বর) উপলক্ষ্যে লামার টিটি এন্ডডিসিস্থ গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা ফিল্ড সার্ভিস ডেলিভারি এর আয়োজনে ও উপজেলা ফ্যামিলি ফ্যালেনিং অফিসের বাস্তবায়নে সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোস্তফা জামাল।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম (মেঘলা),সহকারি পরিবার পরিকল্পনা পরিদর্শক আয়েশা বেগম,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মো.নাজমুল হুদা সহ সাকমো,এফপিআই, এফডাব্লিওভি,মিডওয়াইফ,এমএসভিসহ বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী পার্থ প্রতিম মিত্র।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.