

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু ছালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী।কমিটির সচিব হাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.জসিম উদ্দিন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,উপ-প্রচার সম্পাদক আবুল কালাম মুন্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রথমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্মেলনের উদ্বোধন করেন।সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মোহাম্মদ উল্লাহ আজম খান, সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান,সাংগঠনিক সম্পাদক পদে উথোয়াই মার্মা ও আফজাল হোসেন জয় নির্বাচিত হন।