সেলিম উদ্দীন, (স্টাফ রিপোর্টার):-চট্টগ্রামের স্বনামধন্য নির্মাতা প্রতিষ্টান “জীবন প্রিয়া মিডিয়া” এই প্রথম বারের মতো চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা উপজেলা ও ইউনিয়নের সকলের জন্য ভিন্নধর্মী এক উম্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে।ষ্টাইল আইকন-বেষ্ট ফটোফেইস চিটাগাং -২০১৭ নামে এই প্রতিযোগিতায় সর্বনিম্ম ৪ (চার) বছর বয়সী থেকে শুরু করে যে কেউ পাঁচটি বিভাগে চট্টগ্রাম বিভাগের আওতাধীন সকল জেলা উপজেলা ও ইউনিয়নের যে কোন বাসিন্দা অংশগ্রহন করতে পারবে। বিভাগ গুলো হচ্ছে যথাক্রমে (১) বেস্ট ফটোফেইস (কিডস্) ছেলে,বয়স ৪-১২ বছরের মধ্যে (২) বেস্ট ফটোফেইস (কিডস্) মেয়ে,বয়স ৪-১২ বছরের মধ্যে (৩) বেস্ট ফটোফেইস-ছেলে,যে কোন বয়সের (৪) বেস্ট ফটোফেইস-মেয়ে,যে কোন বয়সের (৫) বেস্ট ফটোফেইস-(কাপল) বিবাহিত,যে কোন বয়সের ইচ্ছুকরা অংশগ্রহন করতে পারবে।প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য যে কোন এঙ্গেলের ২ (দুই) কপি ৪জ সাইজের সদ্য তোলা ছবি,নিজের নাম,ঠিকানা,বয়স উল্লেখ পূর্বক ফেইসবুকে Style Icon - Lifestyle Fashion Magazine ইনবক্সে পাঠিয়ে নিবন্ধন করতে হবে অথবা নিম্মোক্ত ইমেইলে পাঠানো যাবে styleiconctg@gmail.com।ফেইসবুকে বা ইমেইল পাঠানোর পর নিবন্ধন ফিস বাবদ ২৫০ টাকা-০১৮১৪- ৮৯ ১৯ ০৪ (পারসোনাল) এই নাম্বারে বিকাশ মাধ্যম্যে পাঠিয়ে তা জানাতে হবে অথবা সরাসরি জমা দেয়া যাবে।নিবন্ধন ফিস প্রাপ্তি সাপেক্ষে প্রতিযোগিকে নিবন্ধন নাম্বার দেয়া হবে।নিবন্ধন এর সময়সীমা শেষ হওয়ার পর অংশগ্রহনকারীদের ছবির উপর নাম ও নিবন্ধন নাম্বার সংযুক্ত করে তা ইভেন্টের প্রচারণা চলাকালীন সময়ে ঝঃুষব ওপড়হ -খরভবংঃুষব ঋধংযরড়হ গধমধুরহব ফেইসবুক পেইজে আপলোড করা হবে।ইভেন্টের প্রচারণা চলাকালীন সময়ে প্রতিযোগীরা ফেইসবুকের মাধ্যম্যে নিজের ছবির জন্য ভোট চাইতে প্রচারণা চালাতে পারবেন।ইভেন্ট চলাকালীন সময়ের মধ্যে প্রত্যেক প্রতিযোগির ফেইসবুকে ২ (দুই) ছবির উপর প্রাপ্ত সর্বাধিক লাইকের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত করা হবে। প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ফটোফেইস বিজয়ীদেরকে অনুষ্টানের মাধ্যম্যে ক্রেষ্ট,সনদপত্র ও আকর্ষনীয় পুরুষ্কার প্রদান করা হবে।রেজিষ্ট্রেশন শেষ সময় - ১০ এপ্রিল - ২০১৭ ইং।বিস্তারিত জানতে-০১৯৬৫-৬৫২৭৯৬/ ০১৮১৪-৫০৪৫০৭ এই নাম্বারে যোগাযোগ করা যাবে। তাছাড়া ইভেন্টের ফেইসবুক পেইজ Style Icon - Lifestyle Fashion Magazine ভিজিট করেও বিস্তারিত জানা যাবে।আয়োজক কর্তৃপক্ষ অনুষ্টানের যে কোন নিয়ম পরিবর্তন,পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতা রাখেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.