

মোহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি:- মৈত্রী পানি বর্ষণ-কে ঘিরে আনন্দের জোয়ারে ভাসছে বান্দরবানবাসী।প্রতি বছরের ন্যায় বান্দরবানে এবারও মহা আনন্দের সাথে পালিত হচ্ছে পাহাড়ী জনগষ্ঠীর মৈত্রী পানি বর্ষন অনুষ্টান। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে ব্যাস্ত পার্বত্য বান্দরবানের পাহাড়ি জনগোষ্ঠী। পাহাড়ি পল্লী গুলোতে এখন নানা রঙ্গের সাজ। হাট-বাজারগুলোতে পড়েছে কেনা-কাটার ধুম। উৎসবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথক বার্তায় সুখ, সমৃদ্ধি কামনা করেছেন। এই উৎসব শুধু বাঙালিরাও নন পাহাড়ীরাও নানা ভাবে পালন করছেন মিলে মিশে। পার্বত্য অঞ্চলের পানি উৎসবকে দেখার জন্য বান্দরবান পার্বত্য জেলায় বহু দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটেছে। বিকেলে স্থানীয় রাজার মাঠে মহা আনন্দের সাথে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠিানিক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় মৈএী পানি বর্ষন উৎসব।শান্তি পূর্ণ পরিবেশে পানি উৎসব পালনে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।
এছাড়া মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,বিগেডিয়ার জেনারেল জোবাইর সালেহীন পি.এস.সি,অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবাণ চাকমা,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু,পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো,বিশিষ্ট সমাজসেবক ইসলাম কোম্পানি,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট পরিচালক মংনুচিং,উৎসব উদযাপন কমিটির সভাপতি হ্লা গ্য চিং,উৎসব উদযাপন কমিটির সহ-সভাপতি মিনি প্রু,সহ-সভাপতি এমেচিং,সহ-সভাপতি মং মং প্রæ,উৎসব উদযাপন কমিটির সাধারন সম্পাদক কো কো চিং,মহিলা বিষয়ক সম্পাদিকা একিনু মার্মা,ক্রীড়া সম্পাদক মংথুই প্রæ(বাবুশে) সহ বান্দরবানে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।