

মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধিঃ-ডিজিটাল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির বান্দরবানে মুদ্রণ শিল্পকে ডিজিটালের ছোঁয়া দিতে শুক্রবার সকালে “বান্দরবান প্রেস মালিক সমিতির ও বান্দরবান বাসীর বহু স্বপ্নের ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোন এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াই হ্লা মং মামা,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ অর রশীদ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী,পৌর মেয়র মোঃইসলাম বেবী,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দীন ইমামী,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর পৌর আওয়ামীলীগের সভাপতি বাবু অমল কান্তি দাশ,জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা,ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোন এর ৯জন গর্বীত মালিকগন,স্থানীয় গন্যমান্য প্রবীন ব্যাক্তি,সাংবাদিকগন উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোন এর উদ্যোক্তাদের আন্তরিক সাধুবাদ জানান,এই রকম একটি বৃহত কাজে সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য,আগামীতে এর চেয়ে আরো বড় কোন প্রতিষ্ঠান সকলের সহযোগিতায় বান্দরবানে সৃস্টি হবে এই প্রত্যাশা রাখি,ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোন এর উত্তর উত্তর উন্নতি সমবৃদ্ধি ও সফলতা কামনা করি।