হান্টুক্রী সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম জি.পি.এ ৫ প্রাপ্ত ও কৃতকার্য ছাত্র-ছাত্রীদের স্বংবর্ধনা


প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০১৮ ৭:৪৭ : অপরাহ্ণ 782 Views

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবান রোয়াংছড়ি হান্টুক্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পি,ই,পি পরীক্ষায় প্রথম জি.পি.এ ৫ প্রাপ্ত ও কৃতকার্য ছাত্র-ছাত্রীদের স্বংবর্ধনা অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে স্বংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্বংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা।হান্টুক্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা স্বর্গীয় বিজয় বাবু এর সুযোগ্য নাতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবি বিকাশ তংচঙ্গ্যা এর সভাপতিত্বে স্বংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ কামাল হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃআক্তার উদ্দীন,রোয়াংছড়ি সোনালী ব্যাংক ম্যানেজার হোসাইন মোঃ মহিউদ্দীন,৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্যা,হান্টুক্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ.মূছা, সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী,বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাকগণ উপস্থিত ছিলেন।১৯৫৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এই বার ২০১৭ সালে প্রথম জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র মোঃদাইয়ান সাজ্জাদ সিফাত।৭জন পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে।অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার লেখা পড়ার প্রতি খুবই আন্তরিক,এই সরকার বৎসরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে,যা শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনযোগ বৃদ্ধি পাবে,বক্তারা আরো বলেন,এই বিদ্যালয়ের লেখা পড়ার মান ভাল,বিদ্যালয়ের ভবনে ক্লাস রুমের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন,বিদ্যালয়ের ভবনটি র্দীঘদিনের পুরাতন তাই এর সংস্কার অতি জরুরী।স্বংর্বধনা অনুষ্ঠানকে ঘিয়ে বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশেষের সুস্টি হয়।পরে প্রধান অতিথি প্রথম জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র মোঃদাইয়ান সাজ্জাদ সিফাতকে ১০ হাজার টাকা পুরুস্কার প্রদান করেন।পরিশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবার বর্গের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!