

বান্দরবানে এক শিশুকে ধর্ষনের অভিযোগে কাঞ্চন দাশ (৫৪) নামে এক দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত কাঞ্চন দাশ (৫৪),মৃত ব্রজেন্দ্র দাশ এর ছেলে এবং বান্দরবানের জামছড়ি ইউনিয়নের বাঘমারা হিন্দু পাড়ার ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা।পুলিশ জানায়,সোমবার (৭ এপ্রিল) দুপুরে ভিকটিম (০৭ বছর বয়সী শিশু) স্কুল থেকে এসে তার মায়ের নিকট থেকে ১০ টাকা নিয়ে আসামীর দোকানে খাবার কিনতে যায়।এসময় দোকানে এবং দোকানের আশেপাশে লোকজন না থাকার সুযোগে গ্রেফতারকৃত আসামি শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটি কান্নারত এবং আতঙ্কিত হয়ে বাড়িতে এসে তার মায়ের নিকট ঘটনাটি প্রকাশ করে।পরে ভিকটিম শিশুটির মা বান্দরবান সদর থানায় অভিযোগ দায়ের করলে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১টি আভিযানিক টিম আসামীকে গ্রেফতার করে।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম এক শিশু ধর্ষণের অভিযোগে কাঞ্চন দাশকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।