বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আওয়ামীলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুরানো কমিটিকে বহাল রেখে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোয়াংছড়ির স্থানীয় মাল্টিপারপাস মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাটি অনুষ্ঠিত হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবানের পৌর মেয়র মো:ইসলাম বেবী।রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি চহ্লামং মার্মা’র সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিং প্রু মারমা,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অং ম্রা চিং মারমা,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা প্রমুখ।সভায় রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে করে প্রধান অতিথি মো: ইসলাম বেবী বলেন,ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় নবগঠিত আহবায়ক কমিটিতে যারা কমিটির সদস্য হয়েছেন তারা আগামী ৩ মাসের মধ্যেই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করবেন।সম্মেলন সফল করতে নবগঠিত আহবায়ক কমিটিকে বান্দরবান জেলা আওয়ামীলীগের তরফ থেকে সকল প্রকার সাংগঠনিক সহযোগিতা প্রদান করা হবে।এসময় তিনি নবগঠিত কমিটিকে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথা পার্বত্য বীর বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি’র হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।সভার সঞ্চালনা করেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যা।