

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিদায় অনুষ্ঠান জাকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (৯ মে) সকালে পরিষদ মিলনায়তন হলে উক্ত বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত চেয়ারম্যান চহাইমং মারমা,বান্দরবান জেলা পরিষদে অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নেইতন বুইতিং,সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা,যুগ্ন সাধারণ সম্পাকদ ধীরেন্ট ত্রিপুরা,রামসিয়াম বম,জনমজয় তঞ্চঙ্গ্যা,মহিলা সভাপতি অংম্রাচিং মারমা, নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা ও ক্রয়চিংপ্রু মারমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মংহ্লাপ্রু মারমা,রোয়াংছড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:আবু ছালে সরকার,আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: তানজির আজাদ,প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম,রোয়াংছড়ি থানা (ওসি) তদন্ত মো: রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।এছাড়াও জনপ্রতিনিধিসহ উপজেলার প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।