

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ রোয়াংছড়ি উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার আয়োজিত অনুষ্ঠানে উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুন নেছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমাসহ উপজেলা কৃষি সহকারি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।এসময় কৃষক ও কৃষাণীদের অংগ্রহণের মধ্যদিয়ে ফলদ গাছ ব্যবস্থাপনার ও উৎপাদন বৃদ্ধি কৌশলগুলো প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণের মাধ্যমে চারা পরিচর্চা করতে সক্ষম হবে।ভিয়েতনাম থেকে সংগৃহীত বাংলাদেশে প্রথম পার্বত্য এলাকার উন্নতমানের (ওপি) খাটো হাইব্রীড জাতের নারিকেল চারার উৎপাদন লক্ষ্যে বিতরণ করা হবে।হাইব্রীড জাত ৩ বছরে ফল ধরবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান প্রশিক্ষক।কৃষক-কৃষাণীদের ছাড়াও স্থানীয় এলাকার মেম্বার,চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এসময় উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে অংশ নেয়া কৃষকদের উন্নতমানের (ওপি) খাটো হাইব্রীড জাতের নারিকেল চারার বিতরণ করা হয়।