বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আংজাইপাড়ার স্থানীয় জনগোষ্ঠী সাংস্কৃতিক সন্ধ্যা পালনের মাধ্যমে ০৮ই মার্চ ২০২২ তারিখে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করেছে।এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছে ইউএসএআইডি এর অর্থায়নে ইউএসফরেস্ট সার্ভিস কর্তৃক বাস্তবায়িত ‘কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (কম্পাস) এবং এর সহযোগী সংস্থা আরণ্যক ফাউন্ডেশন ও তহ্জিংডং।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার জাহিদ হাসান।অনুষ্ঠানে তিনটি বিষয়ের ওপর গুরুত্ব প্রদান করা হয়।এর মধ্যে রয়েছে নারীদের পানি আনার কষ্ঠ কমাতে হলে বন উজার বন্ধ করে বন পুনরুদ্ধার করা,সকল কাজে নারী পুরুষের সাম্যতা এবং নারীর ক্ষমতায়ন।অনুষ্ঠানে গৃহস্থালি কাজে নারী পুরুষের বাস্তবে অংশগ্রহণের ভিত্তিতে সুখি পরিবার খুঁজে বের করা হয় এবং সুখি পরিবারকে পুরস্কৃত করা হয়।স্থানীয় শিশুরা গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে সকল অংশগ্রহণকারিদের বিনোদন প্রদান করেন।
কমিউনিটির সদস্যরা জুম চাষী হওয়াতে জুম খেতের কাজ শেষ করে বাসায় ফিরে আসার পর সন্ধ্যায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।নারী পুরুষ শিশু কিশোরসহ এলাকার সকলেই এ অনুষ্ঠান উপভোগ করে এবং ভবিষ্যতে পানির প্রাপ্যতা ও বনের প্রতিবেশ সেবা নিশ্চিত করতে বন পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ হয়।