

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় রোববার (১০ অক্টোবর) দুপুরে পাহাড়ি ছড়ায় ডুবে মোহাম্মদ ফেরদৌস (২৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।ডুবে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করেছেন।তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।রোয়াংছড়ির স্থানীয় লোকজন বলেন,রোববার সকালে গোপালগঞ্জ থেকে ১৫ তরুণ পাহাড়ি ছড়া (দেবতাকুমে) ঘুরতে যান।বাঁশের ভেলা ও নৌকায় ঘুরে বেড়ানোর পর গোসল করার সময় গোপালগঞ্জের কাশিয়ানি গ্রামের লোকমান সর্দারের ছেলে মোহাম্মদ ফেরদৌস ছড়ার পানিতে ডুবে যান।এ সময় সঙ্গীরা তাঁকে উদ্ধার করতে না পেরে এলাকার লোকজনকে জানান।এলাকাবাসী এসে খোঁজাখুঁজি করে ফেরদৌসের লাশ উদ্ধার করেন।গভীর পাহাড়ি খাদে বয়ে চলা প্রাকৃতিক হ্রদের মতো দেবতাকুম পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।এটি রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আলেক্ষ্যং ইউনিয়নের লিরাগঁই বাজার এলাকায়।আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মংক্যউ মারমা বলেন,পর্যটকেরা সতর্কতা অবলম্বন না করায় দুপুর সাড়ে ১২টার দিকে একজন ডুবে গেছেন।স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছেন।রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মংহ্লাপ্রু মারমা বলেন, দেবতাকুমে ডুবে মারা যাওয়ায় এক ব্যক্তির লাশ স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে।পুলিশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সঙ্গীরা জানিয়েছেন ওই তরুণের মৃগী রোগ ছিল।সম্ভবত পানিতে নামার পর রোগের উপসর্গ দেখা দেওয়ায় তিনি আর উঠতে পারেননি।