বান্দরবানের রুমা উপজেলার দূর্গম পাহাড়ে সাইকট পাড়া ও খুলেন পাড়ায় ফের টানা দুই দিনের অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ পপি ক্ষেত (আফিম বাগান) ধ্বংস করেছে যৌথ বাহিনী।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত সেনাবাহিনীর রুমা জোনের (২৭-ইবি)’র ক্যাপ্টেন মো. আশিকুর রহমান এর নেতৃত্বে একটি স্পেশাল যৌথ বাহিনীর টিম উপজেলার সাইকট পাড়া ও খুলেন খুমি পাড়া এলাকায় গভির রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১২টি বাগনের প্রায় ১০ একর নিষিদ্ধ পপি ক্ষেত পুড়িয়ে ছাই করে ফেলা হয়। এই অভিযানে একটি জুম ঘরে মজুদ রাখা বিপুল পরিমাণ আফিমের বিজ ও আফিমের রস ধ্বংস করা হয়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত স্থানিয় পপি চাষিরা পার্শ^বর্তী জঙ্গলে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর জানিয়েছেন, দুর্গম পাহাড়ে জনচক্ষুর আড়ালে নিষিদ্ধ পপি চাষ করে আসছে স্থানীয় কিছুসংখ্যক চাষী। নিষিদ্ধ এই পপিচাষ ঠেকাতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, গত শুক্রবার একই উপজেলার তংগ্রী পাড়া ও শৈরাতাং পাড়ায় অভিযান চালিয়ে ১একর জমি উপর করা ৩টি পপি বাগান ধ্বংস করে দেওয়া হয়।
উল্লেখ্য, বান্দরবানের লামা,আলীকদম,থানচি ও রুমা, উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পাহাড়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা স্থানীয় পাড়া বাসীদের মাধ্যমে লাভজনক এই নিষিদ্ধ পপি চাষ করে থাকেন। সর্বশেষ সেনাবাহিনীর নেতৃত্বে গত মঙ্গলবার থেকে বুধবার টানা দুইদিন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পপি বাগান ধ্বংস করে যৌথবাহিনী।