

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রুমায় রিং টিউবওয়েল স্থাপনের জন্য খোঁড়া গর্তে তুমপাও ম্রো নামে এক শিশুর মৃত্যু হয়েছে।ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের আবাসিক ছাত্রাবাসের সামনেই এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন,বিকেলে আবাসিক ছাত্রাবাসের সামনেই খেলাধুলা করছিল তুমপাও।খেলার একপর্যায়ে নির্মিত রিং টিউবওয়েলের গর্তে পড়ে যায় সে।অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তার দেহটি টিউবওয়েলের গর্তে দেখতে পায়।পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তারা আরও জানান, সাব কনট্রাক্টর দ্বারা নির্মিত ওই রিং টিউবওয়েলের কাজ পুরোপুরি কাজ শেষ হয়নি। অসম্পূর্ণ রাখা রিং টিউবওয়েলের গর্তটিতে কোনো প্রকার ঢাকনির ব্যবস্থা না রেখে সাব কনট্রাক্টর চলে যায়। যার কারণে এই দুর্ঘটনা।রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অভিজিত তংচঙ্গ্যা শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।এদিকে রুমা থানার (ওসি) শরিফুল ইসলাম বলেন,অভিভাবক যদি থানায় এসে মামলা করে,তাহলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।