বান্দরবান এর রুমা উপজেলা সদরে জেলা তথ্য অফিস এর আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) রুমা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান এর জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো.তৈয়ব আলী।গণযোগাযোগ অধিদপ্তর এর সহকারী পরিচালক (প্রশাসন-১) কে এম খালিদ বিন জামান,রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মার্মা ও মহিলা ইউপি সদস্য কল্যাণী চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে সমসাময়িক বিভিন্ন ইস্যু যেমনঃ গুজব,সাম্প্রদায়িকতা ও অপপ্রচার প্রতিরোধে নারী সমাজের ভূমিকা,নারীদের সাইবার সিকিউরিটি,নারী ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা,বাল্যবিবাহ, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নিজেদের অভিজ্ঞতালব্ধ তথ্যবহুল বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।সমাবেশ শেষে উপস্থিত সুধীবৃন্দ সরকার এর বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন এবং একসময়ের দুর্গম এলাকা বলে পরিচিত রুমায় এই ধরনের বড় সমাবেশ আয়োজন করায় তারা গণযোগাযোগ অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।