বান্দরবান এর রুমায় ১৯ আনসার ব্যাটালিয়ন এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২২ পালিত হয়েছে।সোমবার (১৫ আগস্ট) দিবস উপলক্ষে ১৯ আনসার ব্যাটালিয়ন রুমা এর অধিনায়ক মো.আব্দুল মজিদ ও ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।একইদিন সকালে জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সকাল ১১ টায় এতিম বাচ্চাদের দিয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এছাড়াও ১৫ আগস্ট এর তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ১৯ আনসার ব্যাটালিয়ন রুমা এর অধিনায়ক মো.আব্দুল মজিদ।
আলোচনা সভায় অধিনায়ক মো.আব্দুল মজিদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।সকল অনুষ্ঠানে অধিনায়ক এর নেতৃত্বে ব্যাটালিয়নে কর্মরত কোম্পানি কমান্ডারসহ সকল পর্যায়ের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।