বান্দরবানে অস্ত্রসহ মগ লিবারেশন পার্টির নেতা আটক


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৩ মে, ২০১৯ ৬:২৪ : অপরাহ্ণ 815 Views

বান্দরবানে মগ লিবারেশন পার্টির শীর্ষ নেতা মংটু মারমাকে দেশীয় বন্দুকসহ আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২২ মে) সন্ধ্যায় রুমা উপজেলার বগালেক পাড়া ও রুমা বাজার পাড়ার সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুর্গম এলাকা থেকে তাকে আটক করে।অভিযানের নেতৃত্ব দেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেনান্ট কর্নেল মোহাম্মদ শাহনেওয়াজ এসইউপি, পিএসসি।তিনি বলেন, ‘রুমা জোনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের সঙ্গে কোনও আপস হবে না। এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’উল্লেখ্য, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর রুমার বাসাদেও পাড়ার কারবারীকে অপহরণ এবং ২০১৯ সালে রুমার পলিকাপাড়া থেকে ৪ কাঠুরিয়াকে অপহরণসহ তার বিরুদ্ধে গুম, খুন ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন পাড়ার নিরীহ জনগণকে হত্যা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!