

বান্দরবানের রুমা উপজেলায় ১২টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে রুমা (২৮ বীর) সেনা জোন।সোমবার (২৩ আগস্ট) রুমা সদর ইউনিয়নের বাচারঢেউ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।রুমা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজের নির্দেশে মেজর মুহতাদী কামাল আহমদ ও ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজের নেতৃত্বে ১৭ জনের সেনা দল এই অভিযান চালান।লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান,দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিছু সন্ত্রাসী গ্রুপ পাহাড়ি জুম ল্যান্ড নামে নিজস্ব স্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সেনাবাহিনী এই এলাকাবাসীর সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা নিয়োজিত রয়েছে।তিনি আরও জানান,স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে পরিত্যক্ত ১২টি মর্টার শেল উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার ফলে সন্ত্রাসীরা বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখেছিল।সেনাবাহিনী জানায়,১৭ জনের একটি সেনা দল সাংগু নদী অতিক্রম করে দুর্গম বাচারঢেউ এলাকায় অভিযান চালায়।এ সময় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় পরিত্যক্ত ১২টি মর্টার শেল উদ্ধার করা হয়।পরে বোম্ব ডিসপোজাল দল এসে তা নিষ্ক্রিয় করে।