

বান্দরবানের রুমা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম নিয়ে রচনা চিত্রাঙ্কন ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উ হ্লা চিং মারমা।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন শিবলী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রুমা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেনসহ উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,রুমা সাঙ্গু সরকারি কলেজ এর অধ্যক্ষ এবং রুমায় অবস্থিত বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।সভায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন জনের মাঝে ঋণ বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তারা জাতির পিতার কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরে বলেন,বঙ্গবন্ধুকে আমাদের জানা উচিত পরিপূর্ণভাবে। দেশের প্রতি,ভাষার প্রতি,মানুষের প্রতি তাঁর ভালোবাসা কতোটা গভীর ছিলো,কতোটা আন্তরিক ছিল তা আমাদের জানা উচিত।’ যতোদিন বাংলাদেশ থাকবে, যতোদিন পৃথিবীর ইতিহাস থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততোদিন বাঙালী জাতির গর্ব হয়ে বেঁচে থাকবেন।এসময় বক্তারা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বঙ্গবন্ধুর দর্শন ও নীতি নিয়েও শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।