বান্দরবানে ৩০ বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার ব্যাতীত আর কেউ উন্নয়নের কাজ করেনি।যারা অগ্নি সন্ত্রাস করে মানুষকে পোড়ায়,তারাই এখন ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানের আলীকদম উপজেলায় দু’দিনের সফরে ২৬ ও ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ কালে একথা বলেন।
নির্বাচনী গণসংযোগে অংশ নিতে তিনি (২৬ ডিসেম্বর) বিকালে আলীকদমে আসেন,প্রথম দিন নির্বাচনী প্রচারণায় তিনি ২ চৈক্ষ্যং ইউনিয়নের মাংথাই হেডম্যান হাই স্কুলের মাঠ,৩নং নয়াপাড়া ইউনিয়নের মিড়ার দোকানের পাশে ও সদর ইউনিয়নের পান বাজার জামে মসজিদের মাঠে নির্বাচনী জনসভা করেন।
পরের দিন নির্বাচনী প্রচারণায় তিনি বুধবার (২৭ ডিসেম্বর) সকালে আলীকদমে ৪ নং কুরুকপাতা ইউনিয়নের নির্বাচনী প্রচারণা করেন।প্রচারণা শেষে বিকাল ৩ টায় আলীকদম মডেল প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন।নৌকার সমর্থনে প্রচারণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,জেলা লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া,জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিংয়ং ম্রো,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মা,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামালসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধরা।বক্তব্যে রাখতে গিয়ে বীর বাহাদুর উশৈসিং আরও বলেন,শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয়,আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে,আমি যদি বিজয়ী হই,যে সমস্ত খাতে কাজ রয়ে গেছে,আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো।আলীকদমে একটা মসজিদ করলে একটা গির্জা করেছি,একটা মন্দির করলে একটা বিহার নির্মাণ করেছি।বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,বিদ্যুৎসহ সব খাতে শত শত কোটি টাকার বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে।বাস্তবায়িত এসব কাজ বর্তমানে দৃশ্যমান।দুদিনের নির্বাচনী প্রচারণা শেষে তিনি বান্দরবানের উদ্দেশ্য রওনা হন।