

রাঙ্গামাটি নিউজ ডেস্কঃ-সচিব পদ মর্যাদায় আবারো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক সচিব ও পুলিশের সাবেক অতিরিক্ত মহা পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসিকে আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হলো।রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদাশিক নিয়োগ শাখার উপ সচিব আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত (স্বারক নং ০৫.০০.০০০০.১৪৬.০০.০০৭.১৭-১৩৯ তাং১৮/০৩/২০১৮) প্রজ্ঞাপনে বলা হয়,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পদে ইত:পুর্বে চুক্তি ভিত্তিক নিয়োজিত বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন ২০১৪ এর ৬ (২) ধারা অনুযায়ী ১মার্চ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারি সচিব পদ মর্যাদায় নিয়োগ দেয়া হলো।এদিকে এক ফেসবুক ষ্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি লিখেন,ইতিপুর্বে পার্বত্য মন্ত্রনালয়ের সচিব ও বোর্ড চেয়ারম্যান থাকা অবস্থায় পার্বত্য অঞ্চলের মানুষের জন্য উন্নয়ন কাজ করেছেন। তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ায় তিনি কৃতজ্ঞ, তিনি পার্বত্য অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাবেন।প্রসঙ্গত: নব বিক্রম কিশোর ত্রিপুরা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পদে ২০১১ সনের ১৬ জুন যোগদান করেন এবং ২০১৮ সনের ১৮ ফেব্রুয়ারী সচিব পদ থেকে অবসর গ্রহন করেন। টানা ৬ বছর মন্ত্রনালয়ের সচিব ছিলেন পাশাপাশি ২০১৩ সন থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।সরকার আবার তাকে তৃতীয়বারের মত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিল।