

আট দিন পর বৃহস্পতিবার (১৯ জুলাই) রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি-বান্দরবান আন্তঃজেলা বাস যোগাযোগ শুরু হয়েছে। টানা বর্ষণের কারণে ১১ জুলাই থেকে রাঙামাটির সড়কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ রেখেছিল সড়ক বিভাগ।
বাস যোগাযোগ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে এসেছে যাত্রীদের মাঝে। বাস চলাচল বন্ধ থাকায় সিএনজি বা পিকআপ দিয়ে যাতায়াত করতে হতো। ফলে বাড়তি ভাড়া ও ঝুঁকি বেশি ছিল বলে জানান যাত্রীরা।
খাগড়াছড়ি রুটের যাত্রী কল্পনা চকমা বলেন,‘আমি রাঙামাটি কলেজে পড়াশুনা করি। বাস চলাচল বন্ধ থাকায় এতদিন বাড়ি যেতে পারিনি।’
খাগড়াছড়ি রুটের আরেক যাত্রী করিম বলেন, ‘এতদিন সিএনজি বা পিকআপ করেছি। বাস চলাচলের জন্য অপেক্ষায় ছিলাম। সড়ক বিভাগের কাছে আমাদের অনুরোধ সড়কগুলো স্থায়ীভাবে মেরামত করা হোক প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের বিপদে পড়তে হয়।’
খাগড়াছড়ি-বান্দরবান রুটের লাইনম্যান হামিদ বলেন, ‘টানা বর্ষণের ফলে খাগড়াছড়ি রুটের বিভিন্ন স্থানে পাহাড় ধসের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে মাটি সরে গিয়ে ঝুঁকি হয়ে পড়ে। বান্দরবান রুটে কাপ্তাই চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলা করতে না পারায় এবং বান্দরবানের কিছু অংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়া সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে আবারও আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে।’
প্রসঙ্গত, ৬ জুলাই থেকে টানা বর্ষণের ফলে রাঙামাটি সড়ক বিভাগের অধীনে খাগড়াছড়ি সড়কে ১৫টি ও বান্দরবান সড়কে সাতটি স্থান বেশি ক্ষতিগ্রস্ত হয়। সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার শেষে বৃহস্পতিবার থেকে বাস চলাচলা চালু হলো।