

রাঙ্গামাটিঃ-হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সাবেক চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবর্তনের দাবিতে রাঙামাটির লংগদু উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখা।গতকাল ২৪ মে বুধবার বিকেল এ দাবিতে লংগদু উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা মাঠে সমাবেশে মিলিত হয়।এসময় মিছিলে নেতৃত্ব দেন লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃদেলয়োর হোসেন। এসময় মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় বাঙালী ছাত্র পরিষদের কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।এসময় সমাবেশে বক্তব্য রাখেন,লংগদু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃসাখাওয়াত হোসেন,মাইনিমুখ ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাবেক লংগদু ইউনিয়ন সভাপতি আব্দুল মালেক,আল আমিন,সিরাজ,রোমান সহ অন্যান্যরা।সমাবেশে বক্তারা বলেন,দ্রুত সময়ের মধ্যে হাইকোর্টের রায় অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষকে পার্বত্য চট্রগ্রামের চিহ্নিত যুদ্ধাপরাধী সাবেক চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে থাকা বিভিন্ন স্থাপনা,সড়ক ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হবে। পাশাপাশি রাজাকারের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।