সাজেকে নিরাপত্তাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৪ আস্তানা ধ্বংস,অস্ত্র ও গুলি উদ্ধার


প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০১৭ ২:৪৬ : পূর্বাহ্ণ 745 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙামাটির সাজেকে নিরাপত্তাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফের চারটি আস্তানা ধ্বংস,বিপুল পরিমাণ অগ্নেয়াস্ত্র,বিস্ফোরক ও সামরিক পোষাক উদ্ধার করেছে।আসন্ন শান্তিচুক্তির বর্ষপুর্তি এবং ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যু দিবসকে সামনে রেখে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজিসহ নানা ধরনের সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে।তারা পাহাড়ের বিভিন্ন স্থানে সংগঠিত হয়ে চাঁদাবাজি সহ নাশকতার পরিকল্পনা করে আসছিল।শান্তিচুক্তি বিরোধী উপজাতি সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র দল তাদের গোপন আস্তানায় এমনই একটি গোপন বৈঠকে মিলিত হয়েছে বলে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে নিরাপত্তাবাহিনী।সাজেকে নিরাপত্তাবাহিনীর এ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র,বিস্ফোরক ও সামরিক পোষাক-সরঞ্জাম উদ্ধার হয়েছে।এ সময় ইউপিডিএফ’র চারটি গোপন আস্তানা ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী।গত শনিবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টানা ১৫ ঘন্টা এ অভিযান চলে।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে,দু’টি বন্দুক,১টি পিস্তল,পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি,বন্দুকের গুলির খালি খোসা ৪টি, একটি পরিপূর্ণ বোমা,প্লাস্টিক বোমা ৫শ গ্রাম,বোমা বানানোর সরঞ্জামাদি,বিপুল পরিমাণ কম্ব্যাট পোষাক ও কম্ব্যাট ট্রাউজারসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম।নিরাপত্তাবাহিনীর সূত্র হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন হতে দু’টি টহল দল সাজেকের বিভিন্ন স্থানে অভিযান চালান।নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।পরে তাদের চারটি আস্তানা তল্লাসী চালিয়ে এ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের চারটি আস্তানা ধ্বংস করা হয়।সন্ত্রাসীদের আস্তানাগুলো জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় জানমালের ক্ষতির আশঙ্কায় নিরাপত্তাবাহিনীর কৌশলে অভিযান চালাতে হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!