সরকারি কার্যালয়ের সামনে এড.শক্তিমান চাকমাকে প্রকাশ্যে গুলি করে হত্যা..!!!


প্রকাশের সময় :৩ মে, ২০১৮ ১:২৭ : অপরাহ্ণ 812 Views

বান্দরবান অফিসঃ-পাহাড়ে ভাতৃঘাতি সশস্ত্র সংঘাতের জের ধরে একটি আঞ্চলিক দলের শীর্ষ নেতা খুন হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা পার্বত্য চট্টগ্রামে।এই ঘটনার জেরে যেকোন মুহুর্তে ঘটতে আরো বড় ধরনের সহিংস সংঘাতের আশঙ্কা করছে জনসাধারণ।আজ বৃহস্পতিবার বেলা এগারটায় জেএসএস সংস্কারের শীর্ষ নেতা ও নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমাকে প্রকাশ্য দিবালোকে তার কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এসময় তাকে বহনকরা মোটর সাইকেল চালক ও নানিয়ারচর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রূপম চাকমার উপরও গুলি করে সন্ত্রাসীরা।স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বৃহস্পতিবার সকালে ছদ্মবেশি তিন পাহাড়ি যুবক হাতে তিনটি ব্যাগ নিয়ে উপজেলা পরিষদের নীচে অবস্থান নেয়।এসময় বেলা এগারোটার দিকে নিজ বাসা থেকে উপজেলা পরিষদের কার্যালয়ে আসলে সহকর্মীসহ চেয়ারম্যানের উপর গুলি চালায় ছদ্মবেশি তিন যুবক।পরে স্থানীয়রা এগিয়ে আসলে সাধারনের কাতারে মিশে সটকে পড়ে উক্ত তিন যুবক।এসময় গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা চেয়ারম্যান ও তাকে বহনকরা মোটর সাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।সেখানে পুরো শরীরে অন্তত ২০টি বুলেট বিদ্ধ অবস্থায় উপজেলা চেয়ারম্যান শক্তিমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শীর সূত্র জানায়,উপজেলা চেয়ারম্যানকে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে খুব কাছ থেকে গুলি করেছে সন্ত্রাসীরা।তার পুরো শরীরে অন্তত ২০টি বুলেট বিদ্ধ হয়েছে।সূত্রটির দাবি,উপজেলা চেয়াম্যানের শরীরের এমন কোনো স্থান নেই যেখানে গুলি লাগেনি।এদিকে এই ঘটনায় পুরো নানিয়ারচরে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!