

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সন্ত্রাসীদের বাধায় জুম চাষ করতে না পারায় সাজেকে খাদ্য সঙ্কট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে খাদ্য সংকট ও খাদ্য সংকট মোকাবেলার বিষয় নিয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন নেতৃবৃন্দ এই অভিযোগ জানান।নেতৃবৃন্দ জানান,একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সাজেকের খাদ্য সংকট পরিস্থিতিতে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।এখানে খাদ্য সংকট সৃষ্টির পর থেকে সরকারের উদ্যোগে এখানকার সামরিক ও বেসামরিক প্রশাসন এবং জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বিত ভাবে মোকাবেলা করা হয়েছে। বর্তমানে এই সংকট অনেক দূরীভূত হয়েছে।গত বুধবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বলা হয়,খাদ্য সংকট মোকাবেলায় ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তারপরও কুচক্রিমহল নানাভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার অপপ্রচারে লিপ্ত রয়েছে।বিএফআইডিসির কার্যক্রম বন্ধের কারণে বাঁশ ও গাছ কাটা বন্ধ থাকায় স্থানীয় জনগণ কর্মহীন হয়ে পড়েছে। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বাধার কারণে তারা জুম চাষ করতে না পারায় সেখানে খাদ্য সংকট সৃষ্টির অন্যতম প্রধান কারণ।সীমান্তবর্তী এলাকায় ভারত কাটা তারের বেড়া স্থাপনে পার্শ্ববর্তী গ্রামবাসী,যারা ভারতের হাট-বাজারে বেচা কেনা করত তারাও তাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে বাধা প্রাপ্ত হওয়ায় এই সমস্যার জন্য দায়ী।সীমান্ত হাটের ব্যবস্থা করা গেলে এই সংকট অনেকটা নিরসন হবে।সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত জেলা প্রশাসকের মাধ্যমে ৩০ মে. টন খাদ্যশস্য বিতরণ করা হয়।জেলা পরিষদের মাধ্যমে ১০ মে. টন খাদ্য শষ্য বিতরণ করা হয়।পার্বত্য মন্ত্রণালয় জেলা প্রশাসকের মাধ্যমে দশ লক্ষ টাকা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লক্ষ টাকা এবং আরো একশত মে. টন খাদ্য শষ্য বিতরণ করা হয়েছে।এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ তৎপরতা অব্যাহত হয়েছে।এতে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রয়োজার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন,সহ-সভাপতি নিখিল চাকমা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর,পৌর আওয়ামীলগের সাধারণ সম্পাদক মো.মনছুর আলী প্রমূখ।