রাঙ্গামাটিতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান রাঙ্গামাটিতে এসে পৌঁছেছে। শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি জেলার জন্য ১৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এস পৌঁছায়। সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ১৮ হাজার ডোজ ভ্যাকসিনগুলো গ্রহণ করে রাঙ্গামাটি জেলা ইপিআই সেন্টারে ফ্রিজাপ করে রাখেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ মারুফ হাসান,সহকারী ম্যাজিষ্টেটসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিভিল সার্জন বিপাশ খীসা জানান,এসব ভ্যাকসিন ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর পরপরই ইপিআর স্টোরে রাখা হয়েছে।দ্বিতীয় চালানে রাঙ্গামাটিতে ১৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।সেখান থেকে চাহিদা অনুযায়ী জেলার ১০টি উপজেলায় সরবরাহ করা হবে।সিভিল সার্জন আরও জানান,রাঙ্গামাটিতে প্রথম চালানে ১২ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে চাহিদা বেশি হওয়ায় চট্টগ্রাম থেকে আরো কিছু ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে।আজ রাঙ্গামাটিতে নতুন করে ১৮ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে।এদিকে, রাঙ্গামাটিতে নতুন করে গতকাল বৃহস্পতিবার ২জন করোনা আক্রান্ত হয়েছে।আর রাঙ্গামাটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করেছেন ৫০জন,এরমধ্যে ২জনের পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ২জন রাঙ্গামাটি সদরের বাসিন্দা। রাঙ্গামাটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩৯০ জন,সুস্থ্য হয়েছেন ১,২৮৭ জন।এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮,৪১৪জন।আর করোনা ভ্যাকসিন নিয়েছে ৩০ হাজার ৮শত ৭৬জন।রাঙ্গামাটিতে মোট মারা গেছেন ১৬জন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.