মাদকমুক্ত যুব সমাজ গড়তে হবেঃ-(বৃষ কেতু চাকমা)


প্রকাশের সময় :২ নভেম্বর, ২০১৭ ৪:০৩ : পূর্বাহ্ণ 668 Views

রাঙ্গামাটি নিউজ ডেস্কঃ-বিভিন্ন আয়োজনে রাঙামাটিতে জাতীয় যুব দিবস-২০১৭ পালিত হয়েছে।যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন”-এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়ে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে আরো বেগবান করতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে হবে।উন্নয়নের প্রধান বাধাই হচ্ছে মাদকাসক্ত যুব সমাজ।তিনি বলেন,মাদকাসক্ত ব্যাক্তি কখনোই কারো কল্যাণ ও উন্নয়ন করতে পারেনা, কারণ সে নিজেই অসুস্থ।তাই যুবসমাজকে মাদকমুক্ত করে কর্মদক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে।তার মধ্যে এই যুব উন্নয়ন অধিদপ্তর।তিনি বলেন,যে দেশে যতবেশী কর্মদক্ষ জনবল রয়েছে সে দেশ তত উন্নত।তিনি বলেন,এই দপ্তর হতে বিভিন্ন ট্রেডে যুবদের প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান করা হয় যাতে যুবরা আতœকর্মসংস্থামুখী হয়ে দেশের উন্নয়নে সাথে সম্পৃক্ত হতে পারে।নিজের,পরিবারের, সভায় উপস্থিত যুবদের ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে সমাজ তথা দেশের কল্যাণে জেগে স্বপ্ন দেখারও পরামর্শ দেন চেয়ারম্যান।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক চাঁন মুনি তংচঙ্গ্যা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি সিভিল সার্জন ডাঃশহীদ তালুকদার,জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী,স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃহাবিব উল্যা বক্তব্য রাখেন।অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা নুরুল আবছার মানিক।আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০জন সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন,যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার প্রশিক্ষনের সুবিধার্থে ৩টি ল্যাপটপ,প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও বিভিন্ন ট্রেডে যুবদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ লক্ষ ২০হাজার টাকার যুব ঋণ এবং আদর্শ যুব কল্যাণ সংগঠনকে ২০ হাজার ও শাপলা নারী উন্নয়ন সংগঠনকে ২৫হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!